বাঁশখালী টাইমস: বাঁশখালীর শিক্ষাক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে অসামান্য অবদান রাখায় মরনোত্তর স্বর্ণপদকে মনোনীত হয়েছেন বাঁশখালীর কীর্তিমান শিক্ষাবিদ, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার নজির আহমদ।
বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জলদী রাণী মোহন সাহিত্য পাঠাগার কার্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর জামজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ স্বর্ণপদক সম্মাননা-২০১৭ তুলে দেওয়া হবে।
শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৩ গুণীজনকে স্বর্ণপদকে ভূষিত করবে বাঁশখালীর ‘জলদী রাণী মোহন সাহিত্য পাঠাগার’। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন- শিক্ষায় বিশেষ অবদানের জন্য দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদ (মরনোত্তর), সাহিত্যে বিশেষ অবদানের জন্য অশোক বড়ুয়া (মরণোত্তর)ও সংস্কৃতিতে কীর্তনীয়া প্যারীমোহন বড়ুয়া (মরণোত্তর)।
তথ্যসূত্র: বাংলা নিউজ