BanshkhaliTimes

শিক্ষার্থীদের মাঝে বর্ণ’র শিক্ষা উপকরণ বিতরণ

BanshkhaliTimes

বর্ণ পরিবার শুরু থেকেই চেষ্টা করে আসছে সমাজের সব শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে পারে। আর এই লক্ষ্যে বর্ণ পরিবার তাদের শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এ ধারাবাহিকতায় এবার KANTAR এবং জননেতা রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশন এর সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

BanshkhaliTimes

কচিকাঁচা বাচ্চাদের হাতে নতুন ব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন মরহুম কাউন্সিলর একে এম জাফরুল ইসলাম এর সুযোগ্য পুত্র ১৭নং ওয়ার্ড কাউন্সিলর এ.কে.এম আরিফুল ইসলাম (ডিউক), একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার মহিলা বিষয়ক সম্পাদিকা, জননেতা রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি রুবা আহসান, পশিম বাকলিয়ার সমাজ কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সিরাজুর রহমান, কান্তার রিসার্চ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওনাল হেড কিষ্ণা কিংকর বণিক, সিনিয়র এক্স্যুকিউটিভ মোঃ মাঈনুদ্দীন, এক্স্যুকিউটিভ ইসমাইল হোসেনসহ কান্তার চট্টগ্রাম রিজিওনের সদস্যবৃন্দ এবং ১৭নং ওয়ার্ড এর গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আয়োজনে বক্তারা বলেন- সমাজকে এগিয়ে নিতে হলে আজকের শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে এবং এই ধরনের আয়োজন আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তারা আগামী দিনেও বর্ণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সমাজের উন্নয়ন নিশ্চিত করতে বর্ণ পরিবার সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *