BanshkhaliTimes

শিক্ষাবোর্ড কর্মকর্তা সাধনপুরের শাহা আলম চৌধুরীর ইন্তেকাল

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর গ্রামের নোয়াজিস চৌধুরী বাড়ির মরহুম জাবের আহমদ চৌধুরীর সন্তান চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. শাহা আলম চৌধুরী গতকাল ১ আগস্ট ২০২২ ইং সন্ধ্যা ৭ টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি… রাজেউন।

তিনি বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরীর বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান সহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
লাশ দেশে আনার পর জানাজার সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, মরহুম শাহা আলম চৌধুরী সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহউদ্দীন কামাল, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *