মীর মুমিনুল হক

শিক্ষাক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঁশখালীর মীর মুমিনুল হক

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: সদ্য প্রকাশিত ৩৮তম বিসিএসের ফলাফলে আরো একজন শিক্ষাক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মীর মুমিনুল হক। বাঁশখালীর নাপোড়া গ্রামের ফকির মোহাম্মদ সিকদার বাড়ির সন্তান তিনি। তার পিতা মাস্টার মীর মোজাম্মেল হক ও মাতা সেলিনা আকতার।

তিনি পুইছড়ি ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০০৮ সালে দাখিল পাশ করেন। এরপর ২০১০ সালে সরকারি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। তিনি ২০১৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন।

নাপোড়ার কৃতি এই শিক্ষাক্যাডার যথেষ্ট বিনয়ী। তাঁর শুভাকাঙ্ক্ষীরা বলেন, মীর মুমিনুল হক কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার মধ্য দিয়ে সফলতার এই মুকুট অর্জন করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *