
রিয়াজ টুটুল: বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের সংগঠন ‘শিঁকড়’র ইফতার মাহফিল শনিবার নগরীর গোলপাহাড়মোড়স্থ
চিটাগাং লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
আরিফুল হকের সঞ্চালনায় এতে শুরুতেই শিঁকড় সদস্য মিজানুর রহমানের পিতা ও আরেক সিনিয়র সদস্য মিসবাহ মাসুদের দাদার ইন্তেকালে শোক প্রকাশ ও দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিঁকড় সদস্য আনোয়ারুল আযীম, ফাহিম, রিয়াজ, জামাল, ফরহাদ তারেক প্রমুখ।
বক্তারা শিঁকড়ের বিভিন্ন ভালো দিক তুলে ধরে শিঁকড়ের সাফল্য আর বন্ধুত্বের এই বন্ধন আজীবন ধরে রাখার ইচ্ছা ব্যক্ত করেন।
বক্তব্যে শিঁকড় সদস্য ডা. আসিফুল হক বলেন- শিঁকড় যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে আমাদের শিঁকড় সদস্যরা দেশের সেবায় গুরুত্বপূর্ণ পদগুলোতে অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
বক্তব্যে শিঁকড় সদস্য ডা. সওগাত উল ফেরদৌস বলেন- ‘আমরা যদি এভাবে নিজেদের সাফল্য ধরে রাখতে পারি তাহলে আমরা এক সময় দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবো।’
শিঁকড়ের প্রবাসী সদস্যরাও লাইভ ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য শিঁকড়ের দুই সদস্য বৈলছড়ী নজমুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ডা. আসিফুল হক ও ডা. সওগাত উল ফেরদৌস এবার বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।