দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের সংগঠন শিঁকড়ের উদ্যোগে দ্বিতীয় বারের মত নির্বাচিত জনপ্রতিনিধি নুর মোহাম্মদ জামাল উদ্দীনের সংবর্ধনা ও ইফতার মাহফিল নগরীর অভিজাত এমএফসি রেস্টুরেন্টে আজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক সুমন সেন মানু।প্রধান অতিথির বক্তব্যে তিনি শিঁকড়কে সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখার জন্য এগিয়ে আসার আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন ডা: সওগাত, ডা: আসিফ, জামাল, আজিম আরেফিন, ফরহাদ, রাকিবসহ অনেকে। প্রধান অতিথি সংবর্ধিত নূর মোহাম্মদ জামাল উদ্দীনের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের শেষে আগামী ঈদ উল ফিতর এর পরের দিন বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে শিঁকড় সদস্যদের অংশগ্রহণে বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)