তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর প্রথম সাংসদ, বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত শাহ ই জাহান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল আজ বাদে আসর রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুমের ছেলে এডভোকেট আহমেদ জিসান চৌধুরী, ইঞ্জিনিয়ার আহমেদ নাহিয়ান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহউদ্দিন সাকিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ০৩ তারিখে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাকে রাজধানীর মোহাম্মদপুরে সমাহিত করা হয়।