চট্টগ্রাম শাহ আমানত ব্রীজের এক পাশে পাটাতন ভেঙ্গে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। যা যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন সাধারণ মানুষ।
এটি আরও বড় আকার ধারণ করে যেকোন মুহূর্তে হতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
উল্লেখ্য, শাহ আমানত তৃতীয় সেতুর দৈর্ঘ্য ৯৫০ মি./৩১১৭ ফুট, প্রস্থ – ২৪.৪৭ মি./৮০ ফুট।
নির্মাণ শুরু হয় আগস্ট ২০০৬ , শেষ হয় জুলাই ২০১০ উদ্বোধন ৮ সেপ্টেম্বর ২০১০ সালে। এর নির্মাণ ব্যয় ছিল ৫৯০ কোটি টাকা।
নির্মাণ কাজ সম্পন্ন করে চীনা প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রীজ কোম্পানি।