বাঁশখালী টাইমস: চাম্বল শাহ আমানত দাখিল মাদরাসা’র মেধাবৃত্তি প্রদান ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ জাকের হোসেন বাচ্চু, প্রধান বক্তা ছিলেন জনাব দিল মুহাম্মদ, এম. ডি- ডি এম ইন্টারন্যাশনাল লি.
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ আমানত দাখিল মাদরাসার সুপার মাওলানা জাকারিয়া বিন জাবিন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক লিঃ, কক্সবাজার শাখার ম্যানেজার আব্দুল আজিজ, চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ শহীদ উল্লাহ এবং মাদরাসা’র শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনায় করেন প্রাক্তন ছাত্র পরিষদ’র সি. সভাপতি মোস্তফা হোছাইন হেলাল।
অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। তম্মধ্যে ১২ জন ট্যালেন্টপুল, ১৯ জন সাধারণ ও ১৩ জন বিশেষ গ্রেড।