BanshkhaliTimes

শাহ আমানত আইডিয়াল গ্রামার স্কুলে বিজয় দিবস পালিত

BanshkhaliTimes

নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অন্তর্গত ওমান টাওয়ার সংলগ্ন শাহ আমানত আইডিয়্যাল গ্রামার স্কুল।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলোর মধ্যে চিত্র অংকন প্রতিযোগিতা, র‍্যালী, আলোচনা সভা, মিলাত মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিয়াদ আব্দুল্লাহ তাহের। স্কুলের সম্মানিত সভাপতি মহোদয় ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো:আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা মুক্তবিহংগ ক্লাবের প্রতিষ্ঠাতা মো:সেলিম খান। বিষেশ অতিথি ছিলেন চরপাথরঘাটা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিগমা কোচিং এর পরিচালক আকবর আলী মানিক। সংবাদকর্মী ছগীর মাহমুদ।

মিলাত ও মোনাজাত করেছিল মহসিন কলেজের মেধাবী ছাত্রনেতা মো:জয়নাল আবেদীন ও ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার সমাপনী বক্তব্য প্রধান করেছিল অত্র বিদ্যালায়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও কর্ণফুলী কিন্ডার গার্ডেনের সন্মানিত সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

সকলে স্কুলের উত্তরোত্তর সফলতা কামনা করেন। জাতীয় বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ১৯৭১সালের বীর মুক্তিযোদ্ধা, বীর বাঙালির সোনালী ইতিহাসের প্রতি উদ্বুদ্ধ করা হয়।

(প্রেস বিজ্ঞপ্তি)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *