BanshkhaliTimes

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে বাঁশখালী পৌরসভায় মতবিনিময় সভা

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষ্যে বাঁশখালী পৌরসভার উদ্যেগে এক মত বিনিময় সভা রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বাঁশখালী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালী সহ পৌরসভার প্রতিটি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এই বছরও যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় তার জন্য বাঁশখালী পৌরসভার সকলের প্রতি আহবান জানিয়েছেন মেয়র এডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইন।

প্রধান বক্তা ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন। পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু প্রণব দাশের সভাপতিত্বে এসময় বক্তব্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, মহিলা কাউন্সিলর ছাদেকা নুর খানম বিউটি, কাউন্সিলর বদিউল আলম, কাউন্সিলর মোঃ ইসহাক, কাউন্সিলর মোঃ আক্তার হোসেন, কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, কাউন্সিলর আবদুল গফুর, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সাম্পাদক ঝুন্টু দাশ, বাঁশখালী পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মুল রুদ্র, অধ্যাপক বাবলা কুমার দেব, পূজা উদযাপন পরিষদ বাঁশখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক দেবী রুদ্র, মাস্টার অশেষ দেব, মাস্টার অশোক দাশ, মাস্টার অসিম দে, নেপাল দত্ত, জুয়েল চক্রবর্তী প্রমূখ।

মন্দির পরিচালনা পরিষদকে শারদীয় দূর্গা পুজোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করার জন্য পরামর্শ দেয় হয়। এসময় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন জানান, সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে বাঁশখালী থানা পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন শান্তিপূর্ণভাবে শারদীয়া দূর্গোৎসব পালন করা হয় তার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *