BanshkhaliTimes

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ও ভোগ্যপণ্য বিতরণ

মুহাম্মদ মিজান বিন তাহের: আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিমূলক সভা ও ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠান বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালীতে প্রতিটি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এই বছরও যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় তার জন্য বাঁশখালীর সকলের প্রতি আহবান জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর মেয়র এডভোকেট এস এম তোফইল বিন হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন,
পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তাপস কুমার নন্দী, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু প্রণব দাশ, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সাম্পাদক ঝুন্টু দাশ প্রমূখ।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *