BanshkhaliTimes

শান্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে কোরআন ও নামাজ প্রশিক্ষণ কোর্স

কোরআন নাযিলের এই পবিত্র মাহে রমজানে “শান্তি সংঘ” বাণীগ্রাম নিয়ে এল এলাকার সর্বস্থরের মুসল্লি ভাইদের জন্য পনের দিন ব্যাপী সম্পূর্ণ ফ্রিতে “সহীহ কোরআন শিক্ষা ও নামাজ প্রশিক্ষণ কোর্স”
স্থান-১: জমাদার পাড়া জামে মসজিদ
উক্ত মসজিদে বা মুয়াল্লিম হিসেবে থাকছেন ঐ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মাওলানা মোহাম্মদ মোহসিন সাহেব
সময়: বাদে যোহর
স্থান-২:বৈলগাঁও বাণীগ্রাম নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
উক্ত মসজিদে মুয়াল্লিম হিসেবে থাকছেন ঐ মসজিদেরই সম্মানিত খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ বদিউল আলম সাহেব
সময়:বাদে এশা (তারাবির নামাজের পর)
(নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার)

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *