শান্তিসংঘ বাণীগ্রামের ফ্রি চিকিৎসা কর্মসূচী সম্পন্ন

সালসাবিলা নকি: বাঁশখালীর বাণীগ্রামে সামাজিক সংগঠন ‘শান্তিসংঘ বাণীগ্রাম’র উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতাল লিমিটেড এর সহযোগিতায় ফ্রি চিৎকিৎসা সেবা প্রদান করা হয়।

গতকাল ৩০ মার্চ বাণীগ্রাম নতুন বাজারে শান্তিসংঘের অফিসে দিনব্যাপী নারী, পুরুষ ও শিশুসহ প্রায় দুইশত এর অধিক মানুষকে ফ্রি চিকিংসা দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সৈয়দ মোঃ আজিম উদ্দীন
এম.বি.বি.এস;পি.জি.টি (শিশু সার্জারী)
পি.জি.টি (জেনারেল সার্জারী)

ডাঃ মোহাম্মদ কামাল উদ্দীন আহমদ
এম.বি.বি.এস.(সি ইউ)পি.জি.টি.(মেডিসিন ও শিশু) ;সি.এম.ইউ (আল্ট্রা)

ডাঃ সৌরভ দেবনাথ
এম.বি.বি.এস.(cmc)পি. জি.টি (মেডিসিন)।
শান্তিসংঘের কর্মীদের সুষ্ঠু তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা চলাকালীন সময়ে এ কর্মসূচি পরিদর্শন করেন হাসপাতেলের ডাইরেক্টর
মোঃ ইউনুছ, হাসপাতালের মার্কেটিং ডাইরেক্টর মোঃ আজম, বৈলগাঁও কনজুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোঃ আবু বকর সাহেব সহ এলাকার অন্যান্য মান্যবর ব্যক্তিবর্গ।
এ সময় কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, এ ধরণের উদ্যোগে তারা খুবই উপকৃত হচ্ছেন। যদি সামাজিক অন্যান্য সংগঠনগুলোও এরকম উদ্যোগ গ্রহণ করে তবে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের সুস্থতা নিশ্চিত করা সম্ভব।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *