কালীপুর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- বাঁশখালী পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু প্রদীপ গুহ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে সুধির মল্লিক রায়, ডা. অজিত সরকার, অধ্যাপিকা শ্রীমতি সুচিত্রা রায়, অধ্যাপক বাবুল দেব, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক চন্দন কান্তি দত্ত, বিশিষ্ট রাজনীতিবিদ শাহাদাৎ ফারুক, বেদার উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম, সফিকুল আলম সফিক, বাবু অজিত চৌধুরী, বাবু অমলেন্দু দত্ত, মাস্টার নারায়ণ সরকার, মাস্টার নির্মল রুদ্র, ইউ.পি সদস্য সানন্দ রুদ্র, ঝুন্টু কর, বাসুদেব রুদ্র, সুজন দেব, সাগর শীল, সুজিত সুজিত সুত্র ধর, রিপন ভট্টাচার্য্য ও বাদল দেব।
আঞ্চলিক কমিটির পক্ষে ইঞ্জিনিয়ার রনি সরকার, সুরনজিত রুদ্র, শিমুল দাশ, মাস্টার স্বপন বিশ্বাস, মাস্টার তপন ধার, সুজন ধর, রুবেল দেবনাথ, পিন্টু কুমার ধর, নারায়ণ মল্লিক, টিকলু মল্লিক, সমীর গুহ, রাসেল ধর, প্রণব গুহ, প্রণব গুপ্ত (বাবুল), শিমুল দাশ, প্রভাষ দাশ (হ্যাপী)।
আরো উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য হারুনুর রশিদ, আনোয়ারুল আজিম, ফরিদ আহমদ, আবুল কালাম, মো ইউনুছ, মো. ফিরোজ আহমদ সংরক্ষিত আসনের সদস্য হুচনুৎ জাহান, বেবি আকতার, জেসমিন আক্তার প্রমুখ।