শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা উত্তর জোন’র পরিচালনা কমিটি গঠনকল্পে পরিচালক সামশুল আরেফিন খালেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা গত ১৭ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যায় গুনাগরিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভার সকলের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ খোরশেদ হাশেমীকে পরিচালক, এইচ এম নেজাম উদ্দিন রিয়াদকে, উপ-পরিচালক (সার্বিক), ইমতিয়াজ হোসেনকে উপ-পরিচালক (নিয়ন্ত্রক) করা হয়।
এতে এম. তারেক আলমী, মুহাম্মদ ইকবাল হোসেন, এইচ এম জাহিদুল ইসলাম, মুহাম্মদ শহীদ রেজা, এম. দিদারুল ইসলাম, কাজী শাহেদুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ হালিম, এম মঈন উদ্দিন, মুহাম্মদ আজিম বিন মালেক, এম এন মোস্তাফা সাদাত, মুহাম্মদ আমজাদ হোসেন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ মিরকাত, মুহাম্মদ ওমর ফারুখ প্রমুখকে সদস্য নির্বাচিত করা হয়।
ইতোমধ্যে, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়েছে। ফরম নিতে স্ব স্ব প্রতিষ্ঠানে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে- ০১৮৬৬-৮৬৬৫৫৬, ০১৬১২-৬২৩১৩৮, ০১৮৭৪-৯১৮১১৬
প্রেস বিজ্ঞপ্তি