মু. মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, চট্টলবীর চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর অধিনায়ক, চট্টগ্রাম নেভাল অপারেশন জ্যাকপট এর প্রধান বেইজ কমান্ডার, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মুজিব বাহিনীর প্রথম পতাকা উত্তলনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে পুঁইছুড়ি বদ্দারহাট মৌলভী ছৈয়দ চত্বরের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ মাহমুদুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি এস.এম রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান ইমরানুল হক, আবু সাদাত মোহাম্মদ সায়েমম। বক্তব্য রাখেন শহীদ মৌলভী ছৈয়দ স্মৃতি সংসদের সভাপতি আকরাম হোসেন সবুজ, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের কার্য্য নির্বাহী সদস্য শিল্পী বশাক, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রামের সভাপতি পিনাকী দাশ, জসিম চৌধুরী, শওকত হোসেন টিটু, খোরশেদ আলম পাশা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ মৌলভী ছৈয়দের বড় ভাইয়ের ছেলে জহির উদ্দিন মো. বাবর, আইন কলেজের সাবেক ভিপি রায়হানুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকি প্রমুখ।