বঙ্গবন্ধু হত্যার সর্বপ্রথম প্রতিবাদকারী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রাম গেরিলা বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে দক্ষিনজেলা ছাত্রলীগ কর্মী রিয়ান মোহাম্মদ বখতিয়ারের নেতৃত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের তৃণমূল ছাত্রলীগ কর্মী আসিফ আহমেদ, নাজিম উদ্দিন সাকিল, মিনহাজ সিকদার, মিনহাজুল ইসলাম, মিসকাত, মান্নান, মিজান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি