২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন,সংগঠনের বাঁশখালী উপজেলা সভাপতি মো: আরিফুর রহমান সুজন,যুগ্ম সম্পাদিকা কাউন্সিলর রোজিয়া সুলতানা,সদস্য নেজাম,পৌরসভা শাখার সভাপতি শাহেদ,সাধারন সম্পাদক গফুর,আলাওল কলেজ শাখার সভাপতি রিপন,সাধারন সম্পাদক রিয়ান মোহাম্মদ বখতিয়ার।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুইছড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ফারহান মনচুর,সদস্য মনচুর,শেখেরখীল শাখার সহ-সভাপতি নেয়ামত উল্লাহ্,তৌহিদ,আলাওল কলেজ শাখার নাজিম,তৃপ্তি, জিদান,গুরুপদ দাস চাম্বল শাখার ওবাইদুল,আসিফ রায়হান,সিফাত,শীলকুপ এর রাশেদ,টুটুল প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি