শহীদ জিয়ার আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে শামিল হোন: সাবেকমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী

তৈয়ব চৌধুরী: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ঘোষিত কর্মসূচির ২য় দিনে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে ৩০ মে সকাল ১০টায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে সকালে ১১.৩০টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এড. মো. আবু তাহের, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আবুল হোসেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম রাহী, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের,সভাপতি সালাউদ্দিন সুমন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তৈয়ব চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী,মাষ্টার লোকমান হাকিম,ছাত্রদল, যুবদলসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দু।
উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৩ জুন ১৭ইং ১৭ রমজান রোজ মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৬ তম শাহাদাৎ বার্ষিকীর শেষ দিনের কর্মসূচি হিসেবে জেয়াফত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *