শহীদুল ইসলামের মৃত্যুতে দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দীন সাকিবের শোক

শহীদুল ইসলামের মৃত্যুতে দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দীন সাকিবের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, দক্ষিণজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক, দক্ষিণজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাঁশখালী টাইমস’র কাছে বিবৃতি পাঠিয়েছেন দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দীন সাকিব।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন- “দুইজন রাজনৈতিক কারণে ভিন্নমত ভিণ্নপথের হলেও যোগাযোগটা ছিল নিবিড়। ফোন করে মাঝেমধ্যে আমার খোঁজ খবর রাখতেন প্রিয় শহীদ ভাই। আমিও শ্রদ্ধা করতাম। তিনি ছাত্রদলের আমি ছাত্রলীগের যখন জেলা কমিটির জৈষ্ঠ যুগ্ম আহবায়ক, তিনি হঠাৎ একসময় আমাকে ফোনে পরিচয় দিয়ে বললেন- ‘আমরা আশা করি আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট হবেন।”
আমি কিছুটা অবাক হয়েছিলাম….

কিছুক্ষণ আগে খবরটা শুনে আঁতকে উঠলাম। প্রথমে বিশ্বাস করতে চাইনি…….
হয়তো সহসা আমারও ডাক আসবে!”

আরও পড়ুন :

বাঁশখালীর ছাত্রদলনেতা শহীদের মৃত্যুতে কেন্দ্রীয় সংসদের শোক

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *