দেশের বহুলপ্রচলিত জনপ্রিয় অন্যতম বেসরকারী বৃত্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি-২০১৯ আয়োজনের লক্ষে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী জোনের সভা সম্প্রতি জোন পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উপ-পরিচালক শামসুল আরেফিন খালেদ’র পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ শফিউল বশর ও প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ নুরুল আমিন। উপস্থিত সাবেক-বর্তমান নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে মুহাম্মদ শামসুল আরেফিন খালেদ পরিচালক, মুহাম্মদ ইমরান খাঁন উপ-পরিচালক (সার্বিক), মুহাম্মদ খোরশেদ হাশেমী উপ-পরিচালক (নিয়ন্ত্রক), মুহাম্মদ নেজাম উদ্দীন রিয়াদ, তারেক আজিজ, জয়নাল আবেদীন।শহিদুল ইসলাম,মঈন উদ্দীন,নেছার উদ্দীন কে সদস্য করে বৃত্তির পরিচালনা কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির স্কুল-মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে।
ফরম ও সিলেবাস আপনার নিকটস্থ লাইব্রেরিতে এবং বাঁশখালীর স্কুল-মাদ্রাসায় পাওয়া যাবে, আপনারা জানিয়ে দিন আপনাদের পরিচিতদের, আর সুযোগ করে দিন মেধাবৃত্তি অর্জনের।
ফরমের জন্য যোগাযোগ করুন
মোবাইল নং ০১৬৩৯-২৩৫৪৩০
০১৬২৬৭৩৬৮১৩
ধন্যবাদ