শহিদুল আলীমের কবিতা || ব্যবচ্ছেদ

BanshkhaliTimes

ব্যবচ্ছেদ
শহিদুল আলীম

আমার জন্মেরও সত্তর বছর আগে
বুকের মধ্যখান ব্যবচ্ছেদে রক্তের ফিনকিতে রাঙিয়েছো-
নিজেদের শরীর, অতঃপর গঙ্গাস্নানেও পবিত্র হওনি!

আমি রক্তাক্ত হয়েছি, হয়েছি ক্ষত-বিক্ষত
করেছি অনাকাঙ্খিত শাহাদাতের সুধা পান
এতোটা বছর লাগাতার প্রতিবাদ পায়নি ন্যায্যতা
কাঁটাতারে ঝুলানো ফেলানিদের দেহ শুধুই কালোপতাকা!

উত্তাল মার্চ ঊনিশ পঁচাত্তর চোখ খুলে দেখি পৃথিবীর মুখ
পঁচাত্তর, পনেরো আগষ্ট ; কাঁথায় মোড়ানো দোলনায়
আমি আবার বুলেট-বুলেটে ছিন্ন-বিচ্ছিন্ন হলাম
পান করালে পুনরায় শাহাদাতের সেই শরাব!
তবুও বেঁচে আছি এ-মাটির পরতে-পরতে রেখে যাওয়া
পূর্বসূরীর স্বপ্ন বুকে নিয়ে।

নাফ নদীর আহাজারিতে উত্তাল ঢেউ কেউ দেখেনা!
আমিই রক্তের ঝর্ণা হয়ে নদীপথে দুর্বার চলছি গন্তব্যহীন ;
এসো পান করো আমাকে ; তৃষ্ণা মেটাও, তৃপ্ত হও,
তৃঞ্চা মিটলে ফিরিয়ে দিও হাজার বছরের অভিশাপ!

কবি ও সাহিত্য সংগঠক

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *