শহিদুল আলীমের কবিতা || খেলাপী ঋণ

 

খেলাপি ঋণ
শহিদুল আলীম

রফিক, সালাম, জব্বার দেখো- দেখো- দেখো গোধূলীর আকাশ
দেখো-কৃষ্ণচূড়া, পলাশের ঢালে রঙিন সাজ
দেখো- রমণির কোপার মালা
দেখো- প্রিয়তমার রাঙাঠোঁট
দেখো- বিশ্বের সমস্ত প্রেমিদের হাত
দেখো- নব-বধুর শাড়ি
দেখো- শ্রমিকের হাতে হাত
দেখো- তোমাদের পথে হাটা যুবকের শ্লোগানমুখর রাজপথ।
দেখো- সূর্যসেন-প্রীতিলতার উত্তরসূরীদের পতকা।
দেখো- বাংলা মায়ের উষ্ণ-রক্তভেজা আঁচল।
দেখো- সবখানেই-সবাই তোমাদের বির্সজিত স্মৃতিচিহ্ন-
আর ঋণের বোঝা গৌরবে বয়ে বেড়ায় বিশ্বময়,
বৃথা যায়নি তার একটি কণাও
তোমাদের উপহারের বর্ণমালায় গাঁথে মালা সুদূর সিয়োরালিওন
দেখো-দেখো- দেখো- একুশ ফেব্রুয়ারি গোটা পৃথিবী তোমাদের করবে কুর্ণিশ
যে ঋণ শোধ দেবার নয়, সে ঋণে ঋদ্ধ প্রজন্ম
তাই তো আমরা প্রাণের সুরে গাই আমার সোনার বাংলা…

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *