শফিক মোরশেদ
অসহায় পাতা
সারি সারি বিক্ষুব্ধ গাছ
অসহায় পাতাটি ঝড়ে পড়লো
উড়ে গেলো একটি পায়রা, দুটো, অনেকগুলো
পায়রার মিছিলে প্রতিবাদ
শান্তি, শান্তি, শান্তি ।
২
সভ্য হবো কবে
শফিক মোরশেদ
আকাশ মেঘলা হলো
বদলে গেলো সন্ধ্যা তারা, রাতের চাঁদ
সাগরের নোনা পানি তেতো হলো
বনভূমি উজাড় হলো
সভ্য লেখক বন্য হলো
শুধু আমি হেঁটে চলেছি দিগন্তের পানে,
হৃদয় আমার কাঁদছে
আমায় সভ্য করো, হে কলম, সভ্য করো।