বাঁশখালী টাইমস: টানা দ্বিতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী।

আজ বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ পাঠ করান।
এ প্রসঙ্গে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী টাইমসকে বলেন- ‘মহান আল্লাহর অশেষ দয়ায় দ্বিতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি। ইনশা আল্লাহ বাঁশখালীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সবার আন্তরিক সহযোগিতায় বাঁশখালীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।