বাঁশখালী টাইমস: ১০০ বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী ঈদজামাত আজ কালীপুর সাহেব বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে আজ সকাল ১০ টায় বাঁশখালীর একমাত্র ঈদ জামাত কালীপুরে মৌলানা মনসুর আলীর ইমামতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে কালীপুর, বাহারছড়া, শেখেরখীল, গন্ডামারা, চাম্বল, বড়ঘোনা, পুইছড়ি, শেকেরখীল, বাদালিয়া, বৈলছড়ি, পালেগ্রাম, গুনাগরী, ডোংরা, ছাপাছডি, সাধনপুর হতে মির্জাখীলের অনুসারীরা ঈদের জামাত আদায় করতে আসেন।