শঙ্খ সেতুর টেন্ডার সংক্রান্ত খবরের প্রতিবাদ করলেন এমপি মোস্তাফিজ

৩ মার্চ বিকাল হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এবং বাঁশখালী টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

আজ রাতে পাঠানো এক বিবৃতি তিনি বলেন- “শঙ্খ সেতুর টেন্ডারের দাম বাড়ানোর খবরটি সম্পূর্ণ ভূয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত খবর। আমাকে বাঁশখালীর ( Banshkhali ) অপারময় সাধারণ জনগণ হতে বিচ্ছিন্ন করতে কে বা কাহারা উক্ত খবরটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। শঙ্খ সেতুর টোল নিয়ে আমি ব্যক্তিগত ভাবে বহুবার মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীকে অনুরোধ করেছি যে উক্ত শঙ্খ সেতুকে টোল মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেহেতু শঙ্খ সেতুটি ১০৯ মিটারের অধিক, তাই শঙ্খ সেতুটি টোল মুক্ত করা সম্ভব হয়নি, তারপর ও আমার ঐকান্তিক চেষ্টায় শঙ্খ সেতুর টোল ১৬ টাকা থেকে কমিয়ে ৮ টাকায় (সিএনজি) নামিয়ে এনেছি। এহেন পরিস্থিতিতে আমার প্যাড ও স্বাক্ষর জাল করে কে বা কাহারা শুধুমাত্র বিভ্রান্তি ছড়িয়ে, অতীতের ন্যায় মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা নিয়ে নিজের হীন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য উক্ত খবরটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। আমি এই খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও ভবিষ্যতে আমার এলাকার চালক ভাইদেরকে একটাকা ও বাড়তি টোল না দেওয়ার জন্য অনুরোধ করছি।”

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *