বাঁশখালী টাইমস: আবারও আলোচনায় তৈলারদ্বীপ শঙ্খ সেতু। নতুন টেন্ডারের মূল্য কম উল্লেখ করে নতুন করে টেন্ডার আহবানের অনুরোধ করেছেন বাঁশখালীর ( Banshkhali ) সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
সড়ক ও জনপথ অধিদফতরে এমপির অনুরোধ সম্বলিত এ সংক্রান্ত একটা চিঠি আজ বিকালে সামাজিক মাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
চিঠিতে উল্লেখ আছে দ্বিতীয় দফা টেন্ডারের সর্বোচ্চ মূল্য ৩ কোটি হলেও তা প্রকৃতপক্ষে আরও বেশি হবে।
টেন্ডারের মূল্য বাড়ালে বর্তমানের টোলের হার আরও বেড়ে যাবে আশংকা প্রকাশ করেছেন অনেকেই। এখন সিএনজির টোল ১৫ টাকা, টেন্ডারের মূল্য বাড়লে এ হার আরও বাড়বে বলেও জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শঙ্খ সেতুর টোল আদায় সংক্রান্ত বিভিন্ন নাটকীয়তার সাক্ষী বাঁশখালীবাসী। সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর আইনী লড়াইয়ে এই সেতু টোল মুক্ত হলেও বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর হস্তক্ষেপে তা পুনরায় চালু হয়।
একই নদীর উপর আরও তিনটি সেতুর মধ্যে কোনোটাতেই টোল নেয়া না হলেও শঙ্খ সেতুতে টোল বসানোকে অযৌক্তিক ও সংশ্লিষ্টদের ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি’ উল্লেখ করছেন নাগরিক সমাজ।