রাসেল চৌধুরী : ১৯২৯ সালে শুরু হয় লা লীগা। গড়িয়ে গড়িয়ে ৮৮ বছর হয়ে গেল। হাজারো ইতিহাস আর প্রাপ্তির ঝুলি কাঁধে নিয়ে পথ চলছে স্প্যানিশ ফুটবলের এই জনপ্রিয় আসরটি। কেউ একজন আবার এটাও বলেছিলেন লা লিগা নাকি বিশ্বকাপের চেয়েও বড় আসর!!

অনেকের মনে একটা কৌতূহল জাগতে পারে,
অসংখ্য ফুটবলারের মধ্যে সেরা কে? পেছনের
সব পরিসংখ্যান যাচাই-বাছাই করে সেই উত্তর খুঁজে
বের করল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ইতিহাস
ও পরিসংখ্যান বিষয়ক গবেষণা কেন্দ্র
(সিআইএইচইএফই)।
একজন ফুটবলার প্রতিটা মৌসুমে কত মিনিট
খেলেছেন, তার গোলসংখ্যা, পেনাল্টি কিক,
আত্মঘাতী গোল আর লাল কার্ড বিবেচনায় লা লিগার
৮৮ বছরের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়ের তকমাটা পেয়ে গেলেন বার্সেলোনার আর্জেন্টাইন
সুপারস্টার। মেসির পরেই আছেন রিয়াল মাদ্রিদের
সাবেক তারকা রাউল গঞ্জালেস।
একনজরে সেরা ৫
১.মেসি
২.রাউল গঞ্জালেস
৩.সিজার রদ্রিগেস
৪.তেলমো জারা ও
৫.এনরিকে কাস্ত্রো।