২৯ জুলাই রোজ শুক্রবার, আরেফিন নগর, বায়োজিদ লিংক রোড সংলগ্ন এলাকায় আল-হেরা এতিমখানায় লায়নস ক্লাব অব চিটাগং সিটি, লিও ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটি এবং লিও ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।
সকাল ১১ টায় অনুষ্ঠিত এই খাবার বিতরণে উপস্থিত ছিলেন লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ, লায়ন কামরুল ইসলাম পারভেজ রিজিয়ন চেয়ারম্যান, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন আনিসুল হক, ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, ক্লাব সভাপতি লায়ন মঞ্জুর আলম, ক্লাব ট্রেজারার লায়ন নাসের, লায়ন ইবনে মিজান রুবেল, লিও জেলা সভাপতি লিও ইরফান, লিও আলভি, ডায়নামিক সিটি সভাপতি লিও পৃথা পারমিতা, পোর্ট সিটি সভাপতি লিও তানিয়া প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি