BanshkhaliTimes

‘লাল বাহিনী’র প্রধান দানেশ আহমদ চৌধুরী ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ

BanshkhaliTimes

চট্টগ্রাম বাঁশখালীস্থ চেচুরিয়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধ পরবর্তী ‘লাল বাহিনী’র প্রধান দানেশ আহমদ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জানুয়ারী, শনিবার। তিনি (১৯৬২-১৯৬৭) সালে চট্টগ্রাম কলেজ সংসদ সভাপতি, (১৯৬৭-১৯৬৯) বৃহত্তর চট্টগ্রাম জেলা, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, (১৯৬৯-১৯৭২) বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও (১৯৭২-১৯৭৫) বৃহত্তর চট্টগ্রাম শ্রমিকলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের দু’সমযে ‘শৈরশাসক’ জিয়াউর রহমানের শাসন সময় ১৯৭৯ সালে বাঁশখালী সংসদীয় আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন। ১৯৮০ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক এবং ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হন। এছাড়াও মৃত্যু পূর্ববর্তী সময় পর্যন্ত আনোয়ারা বাঁশখালী (পিএবি) সড়কের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ি বাঁশখালীস্থ রহিমা এতিমখানায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *