
বাঁশখালী টাইমস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময়ের লালবাহিনী চট্টগ্রাম বিভাগের চীফ কমান্ডার, ’৬০ দশকের তুখোড় ছাত্রনেতা, প্রখ্যাত শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দানেশ আহমদ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে মরহুমের স্মরণে বাঁশখালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন বাঁশখালী কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদে আছর খতমে কুরআন, বাদে মাগরিব দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
উল্লেখ্য, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি আদিল মোহাম্মদ সরফরাজ চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা দানেশ আহমদ চৌধুরীর মৃত্যুদিবসে সমিতির পক্ষ থেকেও মাগফেরাত কামনা করা হয়।
এদিকে দানেশ আহমদ চৌধুরী স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এই ব্যাপারে মরহুমের কর্মময় জীবনী বিষয়ে লেখা আহবান করা হয়েছে। নগরির ছফুরা ভিলা, ১১৭২/বি, এক কিলোমিটার, শাহ্ আমানত সংযোগ সড়ক, চান্দগাঁও, চট্টগ্রাম। মোবাইল: ০১৭১১-৭১৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।