BanshkhaliTimes

লালখান বাজারে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস মেয়রের

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট লালখান বাজার মোড়ে শীঘ্রই ফুটওভারে ব্রীজ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন চৌধুরী।

লালখান বাজার মোড়ে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে। যারফলে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে।

উক্ত স্থানে ফুটওভার ব্রিজের দাবিতে সচেতনতামূলক সামাজিক সংগঠন নগর ও নাগরিক’র গণস্বাক্ষর সম্বলিত স্মারক লিপি প্রদানকালে এ আশ্বাস দেন তিনি।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর ও নাগরিক’র সভাপতি মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক মুসলিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস বিন ইদ্রিস প্রমুখ।

উল্লেখ্য গত ১২ই জানুয়ারি পথচারীদের চলাফেরা ঝুঁকি মুক্ত ও নিরাপদ করতে ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের দাবিতে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন সামাজিক সংগঠন নগর ও নাগরিক। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়ে ফুটওভারে ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি পেশ করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *