বাঁশখালী টাইমস: নানা হিসাব-নিকাশ ও জল্পনা-কল্পনার পর অবশেষে লাঙল প্রতীক নিয়ে বাঁশখালী আসনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।

মহাজোটের প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন চাইলেও তিনি এবার লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির হয়ে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রেস সচিব বাঁশখালী টাইমসকে বলেন- ‘চট্টগ্রাম – ১৬ বাঁশখালী আসনে মহাজোটের একক প্রার্থী ঘোষণা সিদ্ধান্তহীনতায় মাহমুদুল ইসলাম চৌধুরী লাঙ্গল প্রতিকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যার প্রেক্ষিতে বাঁশখালী সংসদীয় আসনে মহাজোটের কোন একক প্রার্থী নাই।
পল্লী বন্ধু এরশাদের নির্দেশনায় তিনি নির্বাচনী মাঠে থাকবেন। আজ দুপুরে চট্টগ্রাম রিটার্নিং অফিসার কার্যালয় হতে লাঙ্গল প্রতীক সংগ্ৰহ করেন। মহাজোটের একক প্রার্থী সিদ্ধান্ত না আসায় আজ প্রতীক বরাদ্ধের দিনে কেন্দ্র হতে দলীয় প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পাশাপাশি দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্ধ দেয়া হয়।