বাঁশখালী টাইমস: লন্ডনের ইস্ট হ্যাম আসনে এমপি পদে লড়বেন বাঁশখালীর সন্তান!
বাঁশখালীর ইলসা নিবাসী বর্তমানে লন্ডন সিটিজেনশীপ তরুণ ব্যারিস্টার মীর্জা জিল্লুর রহমান লন্ডনে এমপি নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন।
আগামী ৮ ই জুন সেখানে নির্বাচন। তিনি দোয়া চেয়েছেন, যেন একজন বাংলাদেশী হিসাবে বিজয়ী হয়ে দেশের সম্মান রাখতে পারে।
সম্পর্কে তিনি কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর মামাতো ভাই।
তিনি লন্ডন স্কুল ফর চিলড্রেনের ডিরেক্টর হিসেবে আছেন।