BanshkhaliTimes

র‍্যাবের অভিযানে বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ২

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী পৌরসভা এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান ও আট রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৭ । বুধবার (৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের শিবদাম মার্কেট এলাকায় পাকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতর হতে দেশীয় তৈরী ০১টি পিস্তল, ০৩ টি ওয়ান শুটারগান ও ০৮ (আট) রাউন্ড গুলিসহ বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ভাদালিয়া এলাকার কবির আহমেদর পুত্র মোঃ মহিউদ্দিন (১৯) ও সরল ইউপির মৃত আজগর আলীর পুত্র মোঃ মিরাজ উদ্দিন (২৮) কে আটক করে । বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাঁশখালী পৌরসভা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতর হতে দেশীয় তৈরী একটি পিস্তল, ৩ টি ওয়ান শুটারগান ও ৮ (আট) রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রাপ্তি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *