পৌরসভা প্রতিনিধি: মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বাঁশখালী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বক্তারা বলেন, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় যে, পুলিশ এতে বাধা দেবে। আমরা মুসলমান, পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলিম ভাইয়েরা এভাবে রাষ্ট্রীয় জুলুমের শিকার হচ্ছে আর আমরা তার প্রতিবাদ করছি মাত্র। এতে বাধা দেওয়া সরকারের ঘৃণ্য মানসিকতাই ফুটে উঠেছে।
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বলা হয়, এই গণহত্যা বন্ধে জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে। দ্রুত পদক্ষেপ নিতে হবে এই গণহত্যা বন্ধে। তাছাড়া আমাদের যতটুকু সম্ভব রোহিঙ্গাদের সহযোগিতা করতে হবে, তাদের প্রতি মানবিক হতে হবে।