রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন: আবদুল্লাহ কবির লিটন

বাঁশখালী টাইমস: “মায়ানমার সরকারের পাশবিক হত্যাকাণ্ডের শিকার রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতন সারা বিশ্বকে নাড়া দিয়েছে। কোন বিশ্বসংস্থা এ সংকট উত্তোরণে কার্যত এগিয়ে না আসলেও প্রায় ৩ লক্ষ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়ে বিশ্বশান্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

আজ ১৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় কালীপুর কোকদন্ডি ভূমি অফিস সংলগ্ন চত্বরে আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ কালীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন।

তিনি আরও বলেন- আমাদের একযোগে ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের নেত্রী দেশের জিডিপি হার বৃদ্ধি করে বিশ্বে রোল মডেল স্থাপন, জাতিসংঘ কর্তৃক বিশ্বশান্তির অগ্রদূত ও মাদার থেরেসা পুরস্কারসহ অসংখ্য বিশ্ব স্বীকৃতি অর্জন করেছেন।

বাঁশখালীর রাজনীতি প্রসঙ্গে আবদুল্লাহ কবির লিটন বলেন- “বাঁশখালীর উন্নয়নে সরকারের বরাদ্দের কমতি নেই, অভাব শুধু দক্ষ নেতৃত্বের। সঠিক নেতৃত্বের অভাবে প্রত্যাশিত উন্নয়ন হচ্ছেনা।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন- মনোনয়ন জনগণের হাতে। জনগণ চাইলে বাঁশখালীর উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা নিয়োজিত রাখবো।

বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম জসীম উদ্দীনের সভাপতিত্বে ও তরুণ আওয়ামীলীগ নেতা গুনাগরী ব্যবসায়ী সমিতির সভাপতি ফরহাদুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, বিশিষ্ট ব্যাংকার জসীম উদ্দীন, দক্ষিণজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান আক্তার হোছাইন, যুবলীগ নেতা জাহেদ আকবর জেবু, আওয়ামীলীগ নেতা শাহাদাত রশিদ চৌধুরী, বাঁশখালী তাঁতী লীগের সভাপতি এন এম জামাল উদ্দীন প্রমুখ।

Spread the love

1 thought on “রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন: আবদুল্লাহ কবির লিটন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *