বাঁশখালী টাইমস: মায়ানমার সরকার কর্তৃক নির্যাতিত বিতাড়িত রোহিঙ্গাদের মাঝে মোজাম্বিক প্রবাসীদের আর্থিক সহায়তা গতকাল ৮ অক্টোবর বালুখালী জামতলা শরণার্থী ক্যাম্পে বিতরণ করা হয়েছে।
এতে ত্রাণ হিসেবে নগদ ১২ লক্ষ ৭ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়েছে। দুইজন করে চারটি গ্রুপ পৃথক পৃথকভাবে বিভিন্ন পাহাড়ের পাদদেশে স্থাপিত তাঁবুঘরে নগদ অর্থ হস্তান্তর করেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আফ্রিকা প্রবাসী আনিছুর রহমানের পিতা আলহাজ্ব মাস্টার আজিজুর রহমান, আফ্রিকা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ জাফর, আফ্রিকা ও সৌদি প্রবাসী শাহাজাদা আরাফাত, আলহাজ্ব মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা বেলাল, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, সুদূর মোজাম্বিকে অবস্থানরত বাঁশখালী ও বাংলাদেশের অন্যান্য এলাকার বাসিন্দা উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন।