রোহিঙ্গাদের জন্য বাঁশখালীর মোজাম্বিক প্রবাসীদের সহায়তা যাচ্ছে আজ Leave a Comment / By Administrator / October 8, 2017 বাঁশখালী টাইমস: মায়ানমার সরকার কর্তৃক নির্যাতিত বিতাড়িত রোহিঙ্গাদের মাঝে মোজাম্বিক প্রবাসী ও মোজাম্বিকের নাগরিকদের সহায়তা আজ সকালে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছে।এতে ত্রাণ হিসেবে নগদ ১২ লক্ষ ৭ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হবে বলে জানা গেছে।Spread the love