বাঁশখালী টাইমস: পৈশাচিক বর্বরতার শিকার রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফা ত্রাণ পাঠালেন দক্ষিণজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
আজ ১৩ সেপ্টেম্বর ত্রাণবোঝাই ট্রাক রোহিঙ্গাদের জন্য আওয়ামীলীগের কক্সবাজার ত্রাণকমিটির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান আতিক, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক এবং বাঁশখালী পৌরসভার ৫ কাউন্সিলর।
প্রথম দফায় ১০ হাজার পিস ত্রাণ বিতরণের পর এবার মহিলাদের জন্য থামি, পুরুষদের জন্য লুঙ্গি ও ছোটদের জামাসহ সাড়ে ছয় হাজার পিস পোশাক পাঠানো হয়েছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে মুজিবুর রহমান সিআইপি বাঁশখালী টাইমসকে বলেন- “রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে শামিল হতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। আমি আবারও ত্রাণ পাঠাবো ইনশা আল্লাহ”