BanshkhaliTimes

রোটারি ডিস্ট্রিক লিটারেসি সেমিনারের চেয়ারপার্সন হলেন বাঁশখালীর কৃতিসন্তান মুবিনুল হক

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে নিরক্ষরমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখায় রোটারি ডিস্ট্রিক লিটারেসি সেমিনারের চেয়ারপার্সন মনোনীত হয়েছেন বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নের কৃতিসন্তান রোটারিয়ান মুবিনুল হক মুবিন।

রোটারিয়ান মুবিনুল হক বর্তমানে রোটারি ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি রোটারি ক্লাব চিটাগাং আপটাউনের চাটার্ড প্রেসিডেন্ট।

গত শনিবার চিটাগং ক্লাবের গ্রাউন্ড হল রুমে একটি সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে লিটারেসি সেমিনারের চেয়ারপার্সন ঘোষণা দেয়া হয়।

রোটারিয়ান মুবিন দীর্ঘদিন ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাক্ষরতার হার বৃদ্ধি ও নিরক্ষরতা দূরীকরণে অবদান রেখে আসছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *