BanshkhaliTimes

‘রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম’র প্রেসিডেন্ট হলেন বাঁশখালীর সন্তান আউয়াল

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর এক সভা সম্প্রতি ক্লাব প্রেসিডেন্ট মো. এরশাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঁশখালীর কৃতিসন্তান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী-কে ২০২২-২০২৩ রোটারি বর্ষের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়া হয়।

তিনি বাঁশখালী সমিতি চট্টগ্রামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক ও হাজিগাঁও অগ্রণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

এতে মো. সরওয়ারুল আজম-কে সেক্রেটারি করে ২০২২-২০২৩ রোটারি বর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আইপিপি মো. এরশাদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট জোবায়দুর রসিদ রনি, ক্লাব ট্রেইনার নাদিরা বেগম শিল্পী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হক, জয়েন্ট সেক্রেটারি অ্যাড. এস এম আরমান
মহিউদ্দিন, ট্রেজারার মো. আলী মিঞা, ডাইরেক্টর ফয়সাল মাহমুদ (ক্লাব সার্ভিস), মো. সাফায়াত হোসেন
(ভোকেশনাল সার্ভিস), ডা. নাবিল চৌধুরী (কমিউনিটি সার্ভিস), মো. মহসিন উদ্দীন (ইন্টারন্যাশনাল
সার্ভিস), স্বরুপানন্দ শীল (নিউ জেনারেশন), এডিটর হাসনাত কবির ফাহিম, জয়েন্ট এডিটর মো. কুতুব
উদ্দীন, সার্জেন্ট অ্যাট আর্মস অ্যাড. সৈয়দ মোতাহের হোসাইন রাসিব, জয়েন্ট সার্জেন্ট অ্যাট আর্মস মো.
মফিজুর রহমান, কমিটি চ্যায়ারম্যান মো. মোশারফ হোসাইন, মো. নুরুল ইসলাম আজাদ, মিজানুর রহমান
ও জাহাঙ্গীর আলম। সভায় নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ মানবতার সেবা ও বন্ধুত্বের সমন্বয়ে একটি সুন্দর
রোটারি বর্ষ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *