
শামিম উল্লাহ আদিল, বাঁশখালী টাইমস: রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্নর মনোনীত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান রোটারিয়ান মুবিনুল হক মুবিন।
তিনি রোটাবর্ষ ২০১৯-২০২০ এর জন্য এ দায়িত্ব পেয়েছেন।
রোটারিয়ান মুবিন নোবাঈদ এক্সেসরিজ ও স্মার্টলেভেল বিডির সত্ত্বাধিকারী।
রোটারী ছাড়াও তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের অাজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন।
তিনি রোটারী ক্লাব অব চিটাগং অাপটাউনের প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি বাঁশখালীর পুইঁছড়ির প্রবীণ ইংরেজি শিক্ষক মাষ্টার জাফর অাহমদের বড় ছেলে।
তিনি অান্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হতে এমবিএ সম্পন্ন করেন।