বিটি ডেস্ক: রেস্টুরেন্টের ব্যবসায় নামলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। ঢাকার মোহাম্মদপুরে তিনি এই রেস্টুরেন্টটি করছেন।
অনেক ক্রিকেটারের মতো সেই তালিকায় যোগ হলেন তাসকিন আহমেদ। দেশের পেস বোলিং সেনসেশন ঢাকার মোহাম্মদপুর এলাকায় রেস্টুরেন্ট ব্যবসায় নামতে যাচ্ছেন। ইতোমধ্যে রেস্টুরেন্টটির নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে।
এখন কেবল উদ্বোধনের পালা। রেস্টুরেন্টটির নাম – “তাসকিন’স টেরিটরি”বা “তাসকিনের রাজ্য”। এতে থাকছে নানা রকম মুখরোচক খাবারের পাশাপাশি পুল খেলার ব্যবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তাসকিন রেস্টুরেন্টের কিছু ছবি প্রকাশ করেছেন।
ফেসবুকে তাসকিন লিখেছেন, ‘সবাই তৈরি তো? আমরা খুব শিগগিরই আসছি অত্যাধুনিক পুল ও রেস্টুরেন্ট নিয়ে আমার মোহাম্মাদপুর এলাকায়। আরও অনেক অবাক করা কিছু রয়েছে, তাই অপেক্ষা ও দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাফিস ইকবাল, সামশুর রহমান শুভ, সোহরাওয়ার্দী শুভরাও এই ব্যবসার সাথে জড়িত।