বিশ্বকাপ ক্রিকেটে আজ মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ । ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত করে জয় পেয়েছে বাংলাদেশ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেন। তামিম ৪৮ আর সৌম্য ২৯ করে ফিরে গেলে খেলার হাল ধরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ব্যাট থেকে আসে ১২৪ রান। তবে মুশফিক ব্যার্থ হয়ে ফিরে গেলেও দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস। তিনি করেছেন অপরাজিত ৯৪ রান। আর তাতে করে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যাবধানে হারিয়েছে বাংলাদেশ।
এরআগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই দলের সেরা ওপেনার গেইল হারায়। তবে শাই হোপ ও লুইস দলকে দেখে শুনে এগিয়ে নিতে থাকেন। লুইস ৭০ রানে সাকিবের বলে আউট হলে ক্রিজে আসেন পোরান। তিনি আউট হন ২৫ রানে। তবে হেটমায়ার ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। ওয়ান ডাউনে খেলতে নামা শাই হোপ সেঞ্চুরি বঞ্চিত হন একটুর জন্য৷ তিনি আউট হন ৯৬ রান করে। শেষের দিকে হোল্ডারের ৩৩ ও ব্রাভোর ১৯ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে তারা।
স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ৩২১/৮, হোপ ৯৬, লুইস ৭০; সাইফুদ্দিন ও মুস্তাফিজ ৩ টি করে উইকেট।
বাংলাদেশঃ ৩২২/৩, সাকিব ১২৪,লিটন ৯৪; আন্দ্রে রাসেল ১ উইকেট।
ম্যাচ সেরা সাকিব আল হাসান