BanshkhaliTimes

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা || খুব কাছে এসো না

BanshkhaliTimes

৭০ দশকের রোমান্টিক, প্রতিবাদী ও জনপ্রিয় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন ছিল গতকাল।
১৯৫৬ সালের ১৬ অক্টোবর বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই কবি। কবির স্মরণে কবির কবিতা।

– খুব কাছে এসো না –
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।

যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।

তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থাকে স্পর্শ
রোদ্দুরের বু্‌ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমের, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *