বিকেলে জমে ওঠে বাঁশখালী সৈকতে মাছের নিলাম!

রিয়াজ টুটুল, বিশেষ প্রতিনিধি-বাঁশখালী টাইমস: বাঁশখালী সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে বিকেল হলে জমে ওঠে সাগরের মাছের নিলাম উৎসব। কয়েকদিন আগে খানখানাবাদ পয়েন্ট হতে নিলামের সময় ধারণকৃত ভিডিওটির চিত্র এখানের নিত্যচিত্র।
বঙ্গোপসাগরের এই উপকূল হতে প্রাপ্ত সামুদ্রিক মাছ চট্টগ্রামের চাহিদা মিটিয়ে পৌঁছে যায় দেশের বিভিন্ন অঞ্চলে।

বিশেষ করে ক্রেতাদের কাছে এ সাগরের লইট্যা ও ইলিশের কদর সবচেয়ে বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায়- বিকেল হলেই সাগর পাড়ে খুচরা ও পাইকারী মাছ ব্যবসায়ীরা এমনকি স্থানীয় লোক ও আগ্রহী পর্যটকরাও সারিবদ্ধভাবে বসে থাকে মাছবাহী বোটের অপেক্ষায়।
বোট আসা মাত্র শুরু হয়ে যায় আকর্ষণীয় নিলাম।
নিলামে প্রথমে একটা ডাক দেওয়া হয় তারপরে এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ দামের ডাক যে দিবে সে’ই নিলামের মাছ ক্রয় করতে পারে।
এধরনের নিলামে সাধারণত লইট্যা, চিংড়ি, ইলিশ, পাইজ্জা, পোহা, অওলা ইত্যাদি মাছ দেখা যায় তবে বেশির ভাগ সময়ে এ ধরনের নিলামে লইট্যা ও চিংড়ির মিশেল মাছ বেশি দেখা যায়।

দশ কেজি ওজনের প্রতি খাজাঞ্চি মাছের নিলাম ডাক মাছের ধরন ভেদে ২ থেকে ৬ হাজার পর্যন্তও উঠে বলে জানিয়েছে স্থানীয়রা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *