করিম নামের এক রিকশাচালক বলেন, বৃষ্টিতে রিকশা চালাতে আমাদের অনেক কষ্ট হত। রেইনকোট দেয়াতে কেএসআরএমকে অনেক ধন্যবাদ।
রেইনকোট বিতরণশেষে কেএসআরএম ফ্যামিলির সদস্য মিজান উল হক জানান, প্রতিবছরই আমরা গরীব রিকশাচালকদের মাঝে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ছাতা ও রেইনকোট বিতরণ করি। তারেই ধারাবাহিকতায় আজ নগরীর মুরাদপুর মোড়ে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছি। কারণ কেএসআরএম কর্তৃপক্ষ সবসময়ই গরিব ও দুস্থদের পাশে থাকতে চায়।